মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন 

রিপোর্টার / ১১২ বার
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৩:২৫ অপরাহ্ন

মোস্তাকিম আহমেদ আলিফ:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ষোলঘর নতুন বাসস্ট্যান্ডের কাছে প্রচেষ্টা গাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।  স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রচেষ্টা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। আজ বেলা আড়াইটার দিকে বাসটি বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ষোলঘর যাত্রীছাউনির কাছাকাছি পৌঁছালে হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যে আগুন জ্বলতে শুরু করে। আগুন বাসে ছড়িয়ে পড়ে। এ সময় যাত্রীদের চিৎকারে ও বাসে আগুন দেখে স্থানীয় মানুষ এগিয়ে আসেন। বাসের মধ্যে থাকা যাত্রীরা জানালা ভেঙে বের হওয়ার সময় ৪-৫ জন যাত্রী আহত হয়েছেন। পরে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ মাহফুজ রিবেন বলেন, অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ধারণা করা হচ্ছে, বাসের ইঞ্জিন গরম হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। এখনো পর্যন্ত কোন হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com