শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতিকালে ৯ ডাকাত সদস্য গ্রেফতার

রিপোর্টার / ১০০ বার
আপডেট সময়: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৩:৪২ অপরাহ্ন

 

তুষার আহাম্মেদ –  মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতি কালে ৯ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার ২১ মার্চ দিবাগত রাতে সহকারী পুলিশ সুপার( সিরাজদিখান সার্কেল) ও অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ নাছির শেখ, এসআই সুকান্ত বিশ্বাস, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার শেখরনগর গ্রামে নতুন স্বাস্থ্য কেন্দ্রের পশ্চিম পাশে বাগানের ভিতর সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় অভিযান চালিয়ে ৯জনক ডাকাতকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন শাহিন মিয়া (৩৮), পিতা-আনাউল্লাহ ,স্থায়ী: গ্রাম-উত্তর বাজার ২ নং ওয়ার্ড , থানা- চুনারঘাট, জেলা -হবিগঞ্জ, শেখ রমজান(৪৯), পিতা-মৃত হাজী আশরাফ উদ্দিন কন্টাকটার ,স্থায়ী: গ্রাম-ঠাকুরবাড়ী বন্দর শাহী মসজিদ, থানা- বন্দর, জেলা -নারায়ণগঞ্জ, মোঃ দেলোয়ার(৩০), পিতা-মোঃ মানিক মিয়া ,স্থায়ী: গ্রাম-মদনগঞ্জ শান্তিনগর, থানা- বন্দর, জেলা -নারায়ণগঞ্জ, মোঃ রকি(২৬), পিতা-মোঃ রহমত ,স্থায়ী: গ্রাম-বন্দর ঝাউতলা, থানা- বন্দর, জেলা -নারায়ণগঞ্জ, মুন্না @ মুক্তার(২০), পিতা-কেটু নাছির ,স্থায়ী: গ্রাম-বন্দর কোট পাড়া, থানা- বন্দর, জেলা -নারায়ণগঞ্জ,মোঃ মামুন(২৪), পিতা-মৃত সোলায়মান আলী ,স্থায়ী: গ্রাম-বন্দর শাহী দত্তবাড়ী, থানা- বন্দর, জেলা -নারায়ণগঞ্জ,মোঃ আরিফ বেপারি(৩৩), পিতা-মোঃ আরব আলী বেপারী ,স্থায়ী: গ্রাম-৩নং কয়লাঘাট, থানা- চাঁদপুর সদর, জেলা -চাঁদপুর, বর্তমান: গ্রাম-চুনকুটিয়া বৌ বাজার চেয়ারম্যান বাড়ী (ময়নার বাড়ীর ভাড়াটিয়া), থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা -ঢাকা,তুষার(২৪), পিতা-মজিবর রহমান ,স্থায়ী: গ্রাম-বন্দর ঝাউতলা, (আলো আপার বাড়ীর ভাড়াটিয়া), থানা- বন্দর, জেলা -নারায়ণগঞ্জ,মোঃ তুষার আহম্মেদ(২৫), পিতা-মোঃ জামাল হোসেন ,স্থায়ী:গ্রাম-নন্দিপাড়া (আলিম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), (ভাসমান), থানা- নারায়নগঞ্জ সদর, জেলা –নারায়ণগঞ্জ।

এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেখরনগর সাকিনস্থ নতুন স্বাস্থ্য কেন্দ্রের পশ্চিম পাশে বাগানের ভিতর সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় অভিযান চালিয়ে ৯জনকে গ্রেফতার করি।তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি।

0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com