মোঃ আলিফ হোসেন:
মুন্সিগঞ্জের শ্রীনগরের কোলাপাড়ায় গভীর রাতে বসতঘরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
গত ১৬ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আশু ডাক্তার বাড়িতে এ আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ব্যাপারে মোঃ ইমন বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নিম্নে চৌহদ্দি উল্লেখিত বসত বাড়ীতে গত ১৬ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার সময় অজ্ঞাত ৫-৬ জন লোক এসে আমাদের বসত বাড়ীর ভেড়া পড়ে ১৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। আমরা আতংকে আছি। আমি আশঙ্কাবোধ করিতেছি যে, অজ্ঞাতনামা বিবাদীদের দ্বারা আমার ও আমার পরিবার বর্গের ক্ষতিসাধন এবং প্রান নাশের হুমকি সরুপ হইতে পারে। পূর্বে- শাহিন মিয়া, পশ্চিমে- রুফু হাজী গং, উত্তরে- রন মিয়া, দক্ষিনে- হ্যমিত উদ্দীন।
এ ব্যাপারে কোলাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুব আলম বলেন, আমাকে ইমনের বাবা রাতে তিনটার দিকে ফোন বলে আমার বাসায় কে বা কার আগুন লাগিয়ে দিয়েছে। পরে আমি সকালে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই বাড়ির বেড়ায় আগুন লাগিয়ে দিয়েছে কে বা কাহারা। ইমনদের বক্তব্য হলো প্রতিবেশীদের সাথে জায়গা নিয়ে সমস্যা তারা এই আগুন লাগিয়েছে।
এ বিষয়ে শ্রীনগর থানার এসআই নজরুল ইসলাম বলেন, ইমনের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।