শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন

মুন্সীগঞ্জের বজ্রযোগিনীতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার 

মো: তুষার আহম্মেদ / ৯০ বার
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ১:২৮ অপরাহ্ন

তুষার আহাম্মেদ –  মুন্সীগঞ্জ সদরের নাহাপাড়া এলাকায় বসতঘরের পেছন থেকে ঝর্ণা বেগম (৪০) নামক এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সে ওই গ্রামের মৃত মোহাম্মদ মহসিন মিয়ার স্ত্রী ও একই গ্রামের জয়নাল কাজীর মেয়ে।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল থেকে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত ঝর্ণা বেগমের স্বামী মহসিন মিয়া মারা যাওয়ার পর থেকেই ঝর্ণা বেগম তার স্বামীর বাড়িতেই বসবাস করে আসছিলো। তার এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে তবে কিভাবে এই ঘটনা ঘটেছে বা এটি হত্যাকাণ্ড কিনা তা জানাতে পারেনি স্থানীয়রা।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে৷ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছেন তিনি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#
0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com