বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে হাত-পা বিহীন মরদেহ উদ্ধার 

মোঃ তুষার আহাম্মেদ / ২৬১ বার
আপডেট সময়: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩, ৩:৩৬ অপরাহ্ন

তুষার আহাম্মেদ –  মুন্সীগঞ্জে এক হাত, এক পা বিহীন অঞ্জাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (৩০ জানুয়ারী) বেলা সাড়ে ১১ দিকে শহরের লঞ্চ ঘাট এলাকার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। তবে তার পরিচিত এখনো সনাক্ত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শরীরের বিভিন্ন অঙ্গ বিহীন মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে ভাসমান মরদেহটি উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ এস এম সোবহান জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে অজ্ঞাত ওই পুরুষ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার ডান হাত ও বাম পা কাটা এছাড়াও ডান পায়ের ঘোড়ালি কাটা। তাই ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে। মরদেহটির পরিচয় সনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com