মোঃ আলিফ হোসেন:
মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর এলাকা হতে ১৩০০ পিস ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল (৩০ নভেম্বর) দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু (উত্তর) থানাধীন কুমারভোগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৩,৯০,০০০ টাকা মূল্য মানের ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী
পদ্মা সেতু উত্তর এলাকার মোঃ বায়তুল রহমান এর স্ত্রী মোসাঃ শাহনাজ (৩৭)।
এসময় তার নিকট থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ- ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত শাহনাজ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।