শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা নদীর তীরে আটকা পড়ে এমভি প্রিন্স আওলাদ-৪

আল আমিন / ২৫ বার
আপডেট সময়: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ২:১১ অপরাহ্ন

আল আমিন( গজারিয়া):
মুন্সিগঞ্জের গজারিয়ায় বুধবার সকাল ৮ ঘটিকায় গজারিয়া কোস্ট গার্ড পন্তন থেকে আনুমানিক ৫০০ মিটার দূরে কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদপুর হতে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি প্রিন্স আওলাদ -৪  একটি আনলোড বালুভর্তি বাল্কহেড এর পাইপ ভেঙে মেঘনা নদীর তীরে আটকে যায়।
বিসিজি সূত্রে জানা যায়, আটকে পড়া  যাত্রীবাহী লঞ্চ ঈগল -৭ যোগে যাত্রীদের নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয়।যাত্রীবাহী লঞ্চটি নদীতে পানির গভীরতা কম থাকায় কিনারে আটকে আছে এবং উক্ত ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রীবাহী লঞ্চটির যাত্রী ও মালামালের সার্বক্ষণিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড গজারিয়া ষ্টেশনের টহল দল নিয়োজিত রয়েছেন।
####
আল আমিন
গজারিয়া
তাং-১৩-১২-২০২৩
0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com