বুধবার, ০৮ মে ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

মিরকাদিমে শহিদুল ইসলাম শাহীনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

লিটন মাহমুদ / ২৫ বার
আপডেট সময়: শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪, ৪:৪২ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর আ.লীগের
সভাপতি ও সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীনের
বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও
মানববন্ধন করে পৌর আওয়ামীলীগের নেতাকর্মীসহ স্থানীয় নারী পুরুষরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌর আওয়ামী লীগের ব্যানারে বটতলা এলাকায় এ কর্মসূচি
পালন করা হয়। এর আগে গত রোববার দ্বাদশ জাতীয়
সংসদ নির্বাচনের দিন সকালে পৌরসভার টেঙ্গর এলাকার
রিকাবী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে পূর্ব শত্রুতার জের ধরে পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি জিল্লুর রহমানকে(৪২) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত জিল্লুর রহমান নৌকা প্রতীকের প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক
ছিলেন। এ ঘটনায় গত বুধবার সন্ধ্যায় মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী
লীগের সভাপতি শহিদুল ইসলাম শাহীন কে প্রধান আসামি করে নিহত জিল্লুর স্ত্রী রেহানা বেগম বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় ১৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা
 ৫-৬ জনকে আসামি করা হয়। মানববন্ধন কর্মসূচিতে পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীসহ স্থানীয় কয়েক শতাধিক মানুষ অংশ নেন। বিকেল চারটায় কালিন্দীপাড়া এলাকা থেকে একটি মিছিল শুরু হয়।
 মিছিলটি রিকাবী বাজার হয়ে বটতলা গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করে বিক্ষুদ্ধরা।
এ সময় মানববন্ধন কারীরা জানান,জিল্লুর হত্যায় যে মামলাটি করা হয়েছে সেটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।ঘটনার সঙ্গে শহিদুল ইসলাম কোন ভাবেই জড়িত নয়। সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের বিরোধিতা এবং বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিল্পবের নির্বাচন করায় শহিদুল ইসলামকে মামলায় ফাঁসানো হয়েছে। এসময় বিক্ষোভকারীরা মামলাটিকে
মিথ্যা ও অবৈধ দাবি করে প্রত্যাহারের জোর দাবি জানান ।
এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক
লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিউলি শবনম, মিরকাদিম
পৌরসভার দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি
গোলাপ শাহ,পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি
মো.মাজেদুল ইসলাম বাদল, সাত নম্বর ওয়ার্ড আওয়ামী
লীগের সভাপতি আব্দুর রব,সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন মিঠু,মিরকাদিম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি মো. তারিফ প্রমুখ।
0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com