মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ পুলিশের ইফতার ও শিশুদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টার / ১৯১ বার
আপডেট সময়: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ২:০০ অপরাহ্ন

তুষার আহাম্মেদ –  মুন্সীগঞ্জে পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া এবং কোমলমতি শিশুদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (৫ এপ্রিল) মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকায় পুলিশ লাইনেসর শহীদ কনেস্টবল বোরহানউদ্দিন মিলনায়তনে পুলিশ নারীকল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে এই ইফতার ও কোমলমতি শিশুদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।এদিকে ইফতারে আগে জেলার দুটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ১২০জন কোমলমতি শিশুদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ নারীকল্যাণ সমিতির (পুনাক)সভাপতি আমিনা রহমান মুন্নী। ওই সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম,সুমন দেব,খান্দার খায়রুল ইসলাম, জেলা ডিবি পুলিশের (ওসি) আবুল কালাম আজাদ,সদর থানার ওসি তারিকুজ্জামান সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com