শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন

মুন্সীগঞ্জে উদ্বোধন হলো জেলা প্রশাসক শিশুপার্ক

মো: তুষার আহম্মেদ / ১৭৮ বার
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৩:০৮ অপরাহ্ন

তুষার আহাম্মেদ –  মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসারে ধলেশ্বরী নদীরপাড়ে ১২ শতাংশ জমিতে জেলা প্রশাসক শিশুপার্ক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০আগষ্ট) বিকেল ৫ টার দিকে পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই (পঞ্চসার দারুসসালাম ফাজিল ডিগ্রী মাদরাসা) সামনের এ  শিশুপার্ক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।
আর শিশুপার্ক নির্মাণ কাজটি পরিকল্পনায় ও বাস্তবায়ন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল-জুনায়েদ।
জানা যায়, পঞ্চসার দারুসসুন্নাহ ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার সামনে ১২ শতাংশ জমির ওপর  জেলা প্রশাসন শিশুপার্ক নির্মাণ করা হয়। উপজেলা উন্নয়ন তহবিল থেকে ৯ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এ শিশুপার্ক।
এখানে মাদরাসা সহ এলাকার শিশু-কিশোরদের বিনোদনের ব্যবস্থা হয়েছে। পার্কটি শিশুদের জন্য উন্মুক্ত হওয়ায় সন্তুষ্ট প্রকাশ করছে সর্বস্তরের মানুষ।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুল আলম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুর রহমান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই- হাসান তুহিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com