বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন

মুন্সীগঞ্জে কষ্টি পাথরের ১টি মূর্তির মস্তক উদ্ধার

রিপোর্টার / ১৫৭ বার
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন

তুষার আহাম্মেদ – মুন্সীগঞ্জের রামপালের রাজা বল্লাল সেনের দিঘীতে মহামূল্যবান কষ্টি পাথরের মূর্তির মস্তক উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের  এনায়েতনগর এলাকার পাশে রাজা বল্লাল সেনের দিঘীতে কৃষিকাজের জন্য সেচের পানির লাইন করতে গিয়ে কষ্টি পাথরের মূর্তির মস্তকটি দেখতে পায় এবং পরে তা উদ্ধার করা হয়।
এদিকে রামপালের দিঘীতে পাওয়া প্রাচীন মূর্তির মস্তকটি স্থানীয় রামপাল ইউনিয়ন পরিষদের সচিব মো: কবির হোসেন মাটি শ্রমিকদের কাছ থেকে বুঝে নেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেজারত শাখার সহকারী কমিশনার মো: তৌহিদুল ইসলাম বারী মূর্তিটি বুঝে নেন।
সহকারী কমিশনার মো: তৌহিদুল ইসলাম বারী এ বিষয়ে জানান,স্থানীয় কৃষক মো: রহমতউল্লাহ দেওয়ানের জমিতে মাটির শ্রমিকরা কাজ করার সময় মূর্তিটি পাওয়া যায়।প্রাথমিক নিরীক্ষার পরে মূর্তিটির ওজন ৪ কেজি ৭৮৯ গ্রাম। এটি কষ্টি পাথরের মূর্তি কিনা যাচাই বাছাইয়ের জন্য ঢাকায় ল্যাবে টেস্টে পাঠানো হবে।

0Shares


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com